সবাইকে টপকে বিশ্বের সেরা অধিনায়ক হবেন মাশরাফি!
স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা অধিনায়ক কে? বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা বিশ্বের সেরা অধিনায়ক হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালের পারফর্মে বিশ্বের সেরা অধিনায়ক হওয়ার দৌঁড়ে রয়েছেন ৫টি দেশের ৫ জন অধিনায়ক। এদের মধ্যে যে কোনো একজন পেতে যাচ্ছেন বিশ্বের সেরা অধিনায়কের সন্মান। ইএসপিএন আয়োজন করেছে এই জটিল অংকের।
মাশরাফির সাথে লড়াই হবে ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, পাকিস্তানের মিসবাহ উল হক ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
মাশরাফির বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ যতটা সাফল্য অর্জন করেছে তালিকায় ডাক পাওয়াদের মধ্যে অন্য কোনো ক্রিকেটারের এই সাফল্য নেই। মাশরাফি ২০১৫ সালে বাংলাদেশকে ৫টি ওয়ানডে সিরিজ জিতিয়েছেন।
২০১৫ সালে ওয়ানডেতে সাফল্যর দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল দুই নম্বরে। তবে উল্লেখ করার বিষয় হল সেরা অধিনায়ক হওয়ার জন্য ইএসপিএন বাছাই করেনি অস্ট্রেলিয়ার অধিনায়ককে। অন্যদিকে অল রাউন্ডারের বিবেচনায়ও এগিয়ে মাশরাফি। মাশরাফি একজন বিশ্বমানের বোলার।
মাঠের অধিনায়কত্বে বেশ এগিয়ে তিনি। ইএসপিএনের নির্বাচক প্যানেল এই ৫ জনের মধ্যে থেকে যে কোনো একজনকে বিশ্বের সেরা অধিনায়ক হিসাবে ঘোষণা দেবে। সে চমক দেখার আগে বলা যায় নিঃসন্দেহে এই তালিকায় এগিয়ে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর