রাতে মাঠে নামছেন মেসি-নেইমাররা
স্পোর্টস ডেস্ক: শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত নয়টায় ঘরের মাঠে খেলতে নামবে মেসিবাহিনী। কোচ এনরিকের শীর্ষরা গত ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে দুর্দান্ত জয়ে কোপা ডেল রের শেষ আটে অবস্থান করছেন।
লা লিগায় নিজেদের শুরুটা ভালো হয়নি বার্সেলোনা। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে গত বুধবার কোপা ডেল রের শেষ ষোলোতে মেসির জোড়া গোল আর নেইমার ও পিকের একটি করে গোলে এসপানিওলকেই ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সা।
সেই ছন্দ ধরে রেখে আজ অপেক্ষাকৃত দুর্বল গ্রানাডাকে হারাতে প্রস্তুত মেসি-নেইমাররা। এই ম্যাচে জয় পেলে তারা পৌঁছে যাবে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। বর্তমানে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর