ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড থেকে ছিটকে গেলেন ৫ গ্রেট ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে অনেক চমক দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। এবার অবাক হওয়ার মত আরও একটি চমক যোগ করল তারা। বোর্ডের চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে ৫ গ্রেট ক্রিকেটারকে।
বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন তারা। টি-টোয়েন্টিতে গেইলের মত দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যায় না কিন্তু তার জন্য নেই কোনো সংবাদ।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন সামিকে চুক্তি থেকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। মারুকুটে ব্যাটসম্যান অ্যান্ড্রে রাসেলকেও বাদ দেয়া হয়েছে।
সুলাইমান বেন, শিবনারায়ন চন্দ্ররপল ও ডুয়াইন ব্রাভোকে বাদ দেয়া হয়েছে দল থেকে। ১০১৪ সালে ১২ জন ক্রিকেটারের সাথে চুক্তি ছিল বোর্ডের। ২০১৫ সালে ১৫ জনের সাথে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।
নতুন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, জসন হোল্ডার, ক্রিগ ব্রেথারওয়াউড, রাজেন্দ্র চান্দ্রিকা, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিল, জারমেইন ব্লাকউড, জেরম টেইলর, শেলডন কোটরেল, শাই হোপ, শেন ডউরিস ও লিঅন জোশন।
৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর