শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০১:৪৫:৫৯

বাংলাদেশে সফরে আপত্তি নেই কোনো দেশের

বাংলাদেশে সফরে আপত্তি নেই কোনো দেশের

জাতীয় ডেস্ক: অজি টিমের তালবাহানাতে খানিকটা উত্তপ্ত ছিল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। তার পরও শেষ পর্যন্ত আইসিসি থেকে ঘোষণা এলো যুব বিশ্বাকাপে বাংলাদেশ সফরে আপত্তি নেই কোনো দেশের। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে আইসিসি যুব বিশ্বকাপে ১৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার পরিবর্তে খেলবে আয়ারল্যান্ড। এছাড়া নয়টি টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এই প্রতিযোগিতায় থাকছে সাতটি সহযোগী সদস্য দেশা—আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড। অংশগ্রহণকারী প্রতিটি দেশই এরই মধ্যে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে। ২৭ জানুয়ারি শেরেবাংলা স্টেডিয়াম ছাড়াও তিনটি স্টেডিয়ামে জমবে নবীনদের মিলনমেলা। তবে ফাইনাল হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে