‘গেইল অভদ্র’
স্পোর্টস ডেস্ক: চার-ছক্কা মারে জুড়ি নেই ক্যারিবীয়ান রাজপুত্র ক্রিস গেইলের। অনেকের ধারণা দর্শকরা তার খেলা দেখতেই সবচেয়ে বেশি মাঠে আসেন। দর্শকদের আনন্দ দেনও বটে। এককথায় খেলা দিয়ে ক্রিকেট পাড়ায় আলোচিত এক নাম গেইল।
তবে বর্তমানে খেলার বাইরেই তিনি বেশি আলোচিত। সম্প্রতি বিগ ব্যাশ টুর্নামেন্ট চলাকালীন নারী অ্যাংকরকে টিজ করে আলোচনায় গেইল। গেইলের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি ওই নারী অ্যাংকরকে ডেটিংয়ের প্রস্তাব দেন। তার প্রস্তাবে বিরক্ত হয়ে আয়োজক কমিটির কাছে নালিশও করেন তিনি ও নারী। তবে এ যাত্রায় ১০ হাজার ডলার জরিমানা দিয়ে পার পান গেইল।
বিষয়টিকে অস্ট্রেলিয়ান খেলোয়াড় ওয়াটসনের মনে করছেন এটি গেইলের এক প্রকার বাড়াবাড়ি। এছাড়া বিগ ব্যাশ কর্তৃপক্ষ গেইলের বিষয়ে যে পরিকল্পনা নিয়েছে তাতে সাধুবাদও জানান তিনি। সর্বোপরি গেইলকে এক প্রকার অভদ্রই মনে করছেন তিনি।
এছাড়া ওয়াটসন আরো বললেন, 'কোনো সন্দেহ নেই যে, গেইল পিচে থাকার সময়টাতে দর্শকদের বিপুল আনন্দ দেন। দর্শকরা তার খেলা পছন্দ করে টিকিট কেটে মাঠে আসে। কিন্তু বরাবরই ক্রিকেটের বাইরে ভদ্রতার একটা মাপকাঠি আছে।'
সবসময়ই গেইল এমন ব্যবহার করেন বলে জানান অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।, 'খেলোয়াড়ি জীবনের শুরুর সময় থেকেই আমি গেইলের বিপক্ষে বহুবার খেলেছি। গেইলের কাছ থেকে অমন ব্যবহারই প্রত্যাশিত।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর