বিশ্বকাপে সেরা বোলার হতে চান বাংলাদেশের ক্ষুদে তারকা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মত আসরে সেরা বোলার হতে চান বাংলাদেশের এক ক্ষুদে তারকা। নাম তার সোহান গাজী। ক্রিকেট ণৈপুন্যে এরই মধ্যে নজর কেড়েছেন সবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ মযার্দা দিচ্ছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আস্থাভাজন হয়েছেন তিনি। বিভিন্ন দেশ ঢাকায় আসার প্রস্তুতিতে রয়েছে।
২৭ জানুয়ারি শুরু হচ্ছে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপের আসর। বাংলাদেশের সেরা স্পিনারদের মধ্যে থাকছেন এই কিশোর শোহান গাজী। পটুয়াখালী থেকে উঠে আসা গাজী বললেন তার স্বপ্নের কথা।
এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে এক সাক্ষাৎকারে বলেন তিনি। শোহানের ইচ্ছা বিশ্বকাপের আসরে সেরা বোলার হওয়ার। শোহান গাজী বলেন, আমাদের দলের ব্যাটসম্যানরা ভালো। আশা করি আমার ব্যাট করার প্রয়োজন হবে না।
৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর