শুধু সাকিবদের অপেক্ষায়
স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ-জিম্বাবুয়ের টি২০ সিরিজ। সিরিজ উপলক্ষ্যে শুক্রবার খুলনায় পাড়ি জমান টাইগাররা।
শুক্রবার দুপুরে বাসযোগে নগরীর হোটেল সিটি ইন-এ পৌঁছায় সাকিব ও তার সতীর্থরা। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে থাকা ২৪ ক্রিকেটারই এক সঙ্গে খুলনায় এসেছেন। এমন সংবাদে নগরীর মজিদ স্মরণী ও হোটেল সিটি ইনের সামনে ভিড় জমায় হাজারো ক্রিকেটপ্রেমীরা । তাদের একটাই লক্ষ্য এক ফলক স্বপ্নের মানুষদের দেখা।
প্রসঙ্গত, ১৫ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজটিতে অংশ নিতে ১২ জানুয়ারি খুলনায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ১৫ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭, ২০ ও ২২ জানুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর