সোমবার, ১৪ জুন, ২০২১, ০২:২৩:১৮

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, কোপা আমেরিকা টুর্নামেন্টে সবচেয়ে জনপ্রিয় দল যেটি

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, কোপা আমেরিকা টুর্নামেন্টে সবচেয়ে জনপ্রিয় দল যেটি

সবাই মনে করেনবিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলে বলে সকলের চোখ থাকে এই আয়োজনের দিকে। কিন্তু  ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনাকে ছাপিয়ে এই আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে।

এদিকে প্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শিরোপার মুকুট পরেছে উরুগুয়ে। ১৫টি ট্রফি জিতেছে তারা। তাদের সর্বশেষ ট্রফিটি এসেছে ২০১১ সালে। উরুগুয়ের ঠিক পরেই রয়েছে আর্জেন্টিনা। ১৪ বার শিরোপা জিতেছে তারা। সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৯৩ সালে। সেবার ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা।

কোপায় শিরোপার দিক দিয়ে তিনে রয়েছে ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা জিতেছে মাত্র ৯ বার। সবর্শেষ ২০১৯ সালে কোপার শিরোপা জিতেছে সেলেসাওরা। এছাড়া দুটি করে শিরোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি ও পেরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে