শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৩:১৪:১১

মাশরাফিকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ

মাশরাফিকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ

স্পোর্টস ডেস্ক : খুলনায় যাবার আগে দক্ষিণ বাংলায় যান বাংলার বাঘ মাশরাফি। সুন্দর বন একাকায় গিয়ে ব্যাট বল হাতে নেয়া ছাড়াই চমক দেখান মাশরাফি বিন মতুর্জা। মুস্তাফিজ-সৌম্যর গ্রামে গিয়ে চমকে দিলেন মাশরাফি। সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের বাড়ি দক্ষিণ বাংলার সাতক্ষীরায় বলে কথা। সি পেনে করে সেখান যান মাশরাফি। শুক্রবার সকাল ১০ টার দিকে আশাশুনি উপজেলার খোলপটুয়া নদীর মানিকখালীতে নামেন তারা। পরে সেখান থেকে বাসে চড়ে তালা উপজেলায় যান। সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের আপ্যায়ন পর্ব শেষে বিবিসির অনুষ্ঠানে অংশ নেন তারা। সৌম্য-মুস্তাফিজের গ্রামে গিয়ে স্বরণ রাখার মত কাজ করেন বাঘ খ্যাত মাশরাফি। সেখানে আয়োজিত বিবিসির একটি অনুষ্ঠানের নাম ছিল আমরাও পারি। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে হয় ওই অনুষ্ঠান। নাম শুনে আচমকাই মাশরাফিকে দেখার জন্য তখন ছুটে আসে হাজার হাজার মানুষ। মাশরাফি ওই অনুষ্ঠানে বলেন, আমরা শুধু ক্রিকেট খেলতে চাই না আপনাদের সাথে কাজ করতে চাই। সবার সাথে কাজ করে আমরাও দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে