ষড়যন্ত্রকারী অস্ট্রেলিয়াকে দাঁতভাঙা জবাব দিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : মনে পড়ে গেল লেজকাটা শিয়ালের গল্পের কথা। বাংলার বাঘ বাহিনী তথা মাশরাফিদের নিয়ে ষড়যন্ত্রের কিছুই বাকি রাখেনি অস্ট্রেলিয়া।
তবে এবার কি হলো? সব পাখিরা মনের আনন্দে উড়ছে আর খেলছে তখন খাঁচায় বন্দি টিয়া পাখি কবুতরকে ফলো করতে গিয়ে বাকুম বাকুম ডাকছে, মনে পড়ে যায় সেই গল্পও।
বাংলাদেশের সাথে ওয়ানডে খেলতে আসে নি অস্ট্রেলিয়া। পরে ঠিক হয় দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য আসবে। কিন্ত তাও আসে নি। বাংলাদেশের মাটিতে কয়েকদিন পরেই শুরু হবে একটি বিশ্বকাপের আসর।
এই আসর বানচালের জন্য ষড়যন্ত্র করে অস্ট্রেলিয়া। বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাতে কোনো দেশ না আসে সে চেষ্টাই ছিল টিম অস্ট্রেলিয়ার।
কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার। একদিকে খেক শিয়াল অন্য দিকে টিয়া পাখি দুটিই যেন এখন অস্ট্রেলিয়া! সব দেশগুলো ক্রিকেট লড়াইয়ে মাতবে আর তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো পথ নেই।
গভীর ষড়যন্ত্রের অংশ ধরেই আইসিসিকে নিয়ে ষড়যন্ত্রকারী অস্ট্রেলিয়াকে দাঁতভাঙা জবাব দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পরিবর্তে বাংলাদেশে শিগগিরই উড়ে আসবে আয়্যারল্যান্ড।
অস্ট্রেলিয়ার চালাকির ফাঁদে পা দেয়নি কোনো ক্রিকেট দেশ। বিশ্ব আসরের মত যায়গায় এখন অস্ট্রেলিয়া নেই কিন্তু অন্যরা সবাই আছে!
৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর