শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৩:৫৭

আফ্রিদিদের কোচ হচ্ছেন বিতর্কিত সেই অধিনায়ক

আফ্রিদিদের কোচ হচ্ছেন বিতর্কিত সেই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: আবারো বিতর্কের অবসন ঘটিয়ে আফ্রিদিদের প্রধান কোচ হলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়ারকার ইউনুস। পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত পাক ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকছেন ওয়াকার ইউনুস। ২০১০ জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরের সময় পাকিসত্মান লজ্জাজনক পরাজয় বরণ করে। ওই সময় বোলিং কোচের দায়িত্বে থাকা ওয়াকার ৩ মার্চ প্রধান কোচ হিসেবে পাকিসত্মানের দায়িত্ব পান। এর পরপরই বিতর্কিত ইংল্যান্ড সফর করে তারা। আর ওই সিরিজে স্পট ফিক্সিয়ের জন্য নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। এরপরও ওয়াকারের সঙ্গে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া শহীদ আফ্রিদির বিস্তার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নেন আফ্রিদি। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর আবারো পাক দলের দায়িত্ব নিয়েছেন ওয়ারকার। দুই বছরের চুক্তি অনুযায়ী আগামী মে পর্যন্ত বোর্ডের সাথে মেয়াদ আছে ওয়াকারের। কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর জুনে ইংল্যান্ড সফর পর্যন্ত দায়িত্বে থাকছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তবে, টিম ম্যানেজমেন্টর মেয়াদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পিসিবি প্রধান শাহরিয়ার খান। ইংল্যান্ড সফরে ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে