শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৯:৫৬

মুশফিকের আহ্বান

মুশফিকের আহ্বান

স্পোর্টস ডেস্ক: ১৫ জানুয়ারি থেকে খুলনায় শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ– জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সে উপলক্ষ্যে শুক্রবার ঢাকা ছেড়েছে টাইগাররা। এর আগে জানুয়ারির তিন তারিখ থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল প্রাথমিক দলে চান্স পাওয়া ক্রিকেটারদের অনুশীলন। এত সব ব্যস্ততার মাঝেও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম যোগ দিয়েছিলেন স্মার্টফোন এবং ট্যাব এক্সপো মেলায়। সাত তারিখে অনুষ্ঠিত হওয়া তিন দিন ব্যাপী এই মেলার প্রথম দিনেই মুশফিক সেখানে যান। স্যামসাং বাংলাদেশ লিমিটেডের পণ্যদূত হিসেবে এই মেলায় অংশ নেন মুশফিক। তার সাথে ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিসিএস এর সভাপতি মোস্তাফা জব্বারসহ আরো অনেকে। মেলায় স্যামসাং এর প্যাভিলিয়নে বেশ কিছু সময় থাকেন মুশফিক, তোলেন সেলফিও। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে সে ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লিখেছেন, 'স্মার্টফোন ও ট্যাব এক্সপো তে স্যামসাং এর মেগা প্যাভিলিয়নে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এর সাথে! 'গিয়ার ভিআর' পরে প্রথমবার ভার্চুয়াল রিয়ালিটির জগতে ঘুরে বেড়ানোটাও খুব মজার অভিজ্ঞতা ছিল! এই মেলার শেষ দিন আজ। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন।' বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলা আজই শেষ হচ্ছে। ৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে