শুক্রবার, ২৫ জুন, ২০২১, ০৮:২৮:৩৭

মেসির জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ ৩৫০টি পরিবারের মাঝে ৫০০ কেজি আটা ও ৫০০টি মাস্ক বিতরণ করেন তার ভক্তরা

মেসির জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ ৩৫০টি পরিবারের মাঝে ৫০০ কেজি আটা ও ৫০০টি মাস্ক বিতরণ করেন তার ভক্তরা

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- এ নিয়ে গত বৃহস্পতিবার (২৪ জুন) ছিল বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। কোপা আমেরিকায় খেলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। করোনার এই মহামা'রির কারণে দিনটি হয়তো ঘ'টা করে পালন করতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। এসময় হই-হু'ল্লোড় আর করবেনই বা কীভাবে? তবে তার প্রতি কোটি ভক্তের ভালোবাসার বহিঃপ্রকাশ তো আর আটকে রাখা যায় না।

নিজ পছন্দের তারকার জন্মদিন এবার গোপনে সীমিত পরিসরে পালন করেছেন ভক্তরা। বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টার দিকে দা'মুড়হুদা উপজেলা শহরের দাসপাড়ায় মেসির ৩৪তম জন্মদিন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কেক কাটেন ‘১৫ মেসি ভক্ত দামুড়হুদা’ নামে একটি সংগঠনের সদস্যরা। এর আগে বিকেলে জন্মদিন উপলক্ষে করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ৩৫০টি পরিবারের মাঝে ৫০০ কেজি আটা ও ৫০০টি মাস্ক বি'তরণ করেন মেসি ভক্তরা। তাদের এই উদ্যোগ সাড়া ফেলেছে পুরো এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে মেসি ভক্তদের ম'হতী এই উ'দ্যোগ।

সংগঠনের মুখপাত্র শুভ দাস জানান, এবছর প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিনে ৩৪ পাউন্ড কেক কাটার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা হয়ে ওঠেনি। আমাদের একটি ফান্ড আছে। এখানে এলাকার বিত্তবানরা অনুদান দেন। ফান্ডের টাকাসহ আমরা নিজেরা আরও কিছু টাকা দিয়ে দামুড়হুদা এলাকার ৩৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ৩৪টি বৃক্ষরোপণ করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থি'তির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে