অস্ট্রেলিয়ার ৪০ হাজার দর্শক এখনো গেইল পাগল
স্পোর্টস ডেস্ক: নারী নিয়ে যতই বিতর্ক থাকুক না ব্যাটিং দানব ক্রিস গেইলের। তারপরও অস্ট্রেলিয়ার ৪০ হাজার দর্শক এখনো গেইলের জন্য পাগল। শনিবার বিগ ব্যাশ ম্যাচে রেনিগেডসের সমর্থকরা বেশ ভালো সমর্থনই দিয়েছেন এই জ্যামাকাইন বাবুকে। এদিন মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রেনিগেডসের মাঠে নামার আগে স্কোরবোর্ডে ক্রিস গেইলের একটি ভিডিও প্রোফাইল ফুটে উঠলো। এসময় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ৪০ হাজার দর্শক জেগে উঠলো। আর জোড়ে জোড়ে চিৎকার করে বলছে, তারা গেইলের সাথেই আছে। গেইল নিশ্চিত থাকো, তোমার কিছু হবে না।
গত সোমবার অস্ট্রেলিয়ার স্পোর্টস রিপোর্টারকে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে ফের বিতর্কে জড়িয়েছেন এ ক্যারিবীয়ান। এজন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন তিনি। জরিমানাও করা হয়েছে গেইলকে। তবে গেইল এই অভিযোগ অস্বীকার করেছেন। যে গেইলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে এবার গেইলও ফুঁসে উঠেছেন।এমনকি চ্যাপেল আগামী মৌসুমে জন্য গেইলকে বিগ ব্যাশে নিষিদ্ধ করার দাবি জানান।
এদিকে, অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো এ ধরনের খবর প্রকাশ করার কারণে ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মামলাও করেছেন গেইল। গেইলের ম্যানেজার সিমন আউতেরি এক বিবৃতিতে বলেছেন, গত বছর বিশ্বকাপের সময় যে ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল, সে রকম কিছুই ঘটেনি বলে বারবার বলেছেন গেইল। কিন্তু তার পরও ফেয়ারফ্যাক্স মিডিয়া এ ধরনের মিথ্যা ও কল্পিত অভিযোগের খবর প্রকাশ করেই যাচ্ছে, যেগুলো বিশ্বজুড়ে অনেক জায়গায় পুনঃপ্রকাশিত হচ্ছে। ফলে এখন গেইল ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�