শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৬:১৯:২১

৭.২ মিলিয়ন মানুষের ভোটে বর্ষসেরা মেসি-রোনালদো ও নেইমার

৭.২ মিলিয়ন মানুষের ভোটে বর্ষসেরা মেসি-রোনালদো ও নেইমার

স্পোর্টস ডেস্ক:প্রায় ৭.২ মিলিয়ন মানুষের ভোটের ভিত্তিতে ঘোষিত হলে ২০১৫ সালের উয়েফার বর্ষসেরা একাদশ। প্রত্যাশা মতোই দলে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সোলার খেলোয়াড়ের সংখ্যাই বেশি। এ নির্বাচনে ৪০ জন খেলোয়াড়ের মধ্য থেকে সেরা এগারো বেছে নিয়েছে উয়েফা। ব্যালন ডি অর’র জন্য নির্বাচিত লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র রয়েছেন তালিকায়। সদ্য প্রকাশিত এই তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে লা লিগা থেকেই। বার্সেলোনা থেকে আর্জেন্টাইন তারকা মেসি ও নেইমার ছাড়াও দানি আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা এবং জেরার্ড পিকে সুযোগ পেয়েছেন। অপরদিকে বার্সার চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে টানা দশবার উয়েফার বর্ষসেরা দলে থাকা ‘সিআর সেভেন’ ছাড়াও সুযোগ পেয়েছেন দলের অধিনায়ক সার্জিও রামোস ও হামেস রদ্রিগেজ। এ ছাড়াও গতবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন থেকে গোলকিপার হিসেবে ম্যানুয়েল নয়্যার এবং ডিফেন্ডার ডেভিড আলাবাকে সেরা একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, বার্সার কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে যাওয়া জুভেন্টাস থেকে পল পগবা এই দলে প্রথমবারের জন্য স্থান পেয়েছেন। উয়েফার বর্ষসেরা একাদশ: গোলকিপার- ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)। রক্ষণ: ডেভিড আলাবা (অস্ট্রিয়া/বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ), জেরার্ড পিকে (স্পেন/বার্সেলোনা), দানি আলভেস (ব্রাজিল/বার্সেলোনা)। মাঝমাঠ: হামেস রদ্রিগেজ (কলম্বিয়া/রিয়াল মাদ্রিদ), পল পগবা (ফ্রান্স/জুভেন্টাস), ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা)৷ ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ), নেইমার (ব্রাজিল/বার্সেলোনা)। ৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস -

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে