মেসির গোল করা বন্ধ করে দিতে চান পিতর
স্পোর্টস ডেস্ক: আবারো বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে রুখে দিতে আসলেন আর্সেনালের এ চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক পিতর চেক। ইংলিশ ক্লাব চেলসিতে প্রায় এক যুগ কাটিয়ে চলতি মৌসুমের শুরুতে তিনি যোগ দিয়েছেন আর্সেনালে। আগামী ফেব্রুয়ারিতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় লড়াইয়ে নামবে বার্সেলোনা ও আর্সেনাল। সেই ম্যাচেই মেসির গোল করা বন্ধ করে দিতে চান পিতর চেক। গত সোমবার বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের জালে কোনো বল জড়াতে দেননি পিতম। ম্যাচশেষে সংবাদ সম্মলেনে এসে এসব কথা জানান পিতম চেক। মেসির বিপক্ষে গোলপোস্টে এখন পর্যন্ত অজেয় পিতর চেক। চেলসির ১১ বছরের ক্যারিয়ারে তিনি মেসির মুখোমুখি হয়েছেন ৮ বার। কিন্তু মেসি একবারও তাকে পরাস্ত করতে পারেননি। বার্সেলোনার স্ট্রাইকারের প্রতিটি আক্রমণ তিনি রুখে দিয়েছেন। বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ও গোলরক্ষক পিতন চেক। ওইদিন সংবাদ সম্মলেনে পিতন আরো বলেন, আমি জানি মেসিকে গোল-মেশিন বলা হয়, খুব বেশি মানুষ এমন বলতে পারবে না যে, আমি মেসির বিপক্ষে গোল হজম করিনি। আশা করি সামনে ম্যাচেও আমি মেসির গোল করা বন্ধ করে দিব।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
-