অস্ট্রেলিয়ায় বড় ধরনের আঘাত পেয়ে দেশে ফিরছেন মোহাম্মদ সামি
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে এক বুক আশা নিয়ে অজিদের বিপক্ষে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ভারতীয় তারুণ পেসার মোহাম্মদ সামি। কিন্তু শুরুর আগেই সিরিজ থেকে চোটের জন্য ছিটকে গেলেন এই বোলার। তার পরিবর্ত দলে নেওয়া হল ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমারকে।
জানা গেছে, বাঁ-পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ শুরুর আগেই দেশে ফিরছেন সামি। তাকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বোর্ডের পক্ষে থেকে শনিবার জানানো হয়, চোটের জন্য অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেল মোহাম্মদ সামি। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেজ টু’ ইনজুরি হয়েছে। ফলে ওকে চার থেকে ছ’ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবর্ত হিসেবে ভুবনেশ্বক কুমারকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে। নয় মাস পর জাতীয় দলে ফিরলেও খেলা হল না সামির। ২০১৫ বিশ্বকাপ চোট নিয়ে খেলেছিলেন ধোনির টিমের এক নম্বর পেসার। ফলে বিশ্বকাপের পরই হাঁটুর অস্ত্রোপচার হয়। আট মাস পর ফের মাঠে ফেরেন। বিজয় হাজারে ট্রফিতে খেলার পর অস্ট্রেলিয়ার সফরের ভারতীয় দলে সুযোগ পান। কিন্তু বল হাতে মাঠে নামার আগেই দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে তাঁকে।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
-