শনিবার, ০৩ জুলাই, ২০২১, ০১:১৮:১৫

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামালকে দেখে লজ্জা পান পাকিস্তানি অধিনায়ক

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামালকে দেখে লজ্জা পান পাকিস্তানি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হাসান বশির। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে দেখে ল'জ্জা পান বশির। সম্প্রতি এক সাক্ষাতকারে পাকিস্তানি অধিনায়ক নিজেই জানিয়েছেন বিষয়টি।

হাসান বশির ও জামাল ভুঁইয়া দুইজনই বেড়ে উঠেছেন ডেনমার্কে। সেখানেই ফুটবলের হাতেখড়ি তাদের। ২০১২ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় হাসান বশিরের। অন্যদিকে জামাল ভুইয়ার অভিষেক হয় ২০১৩ সালে। এক বছর পর জাতীয় দলে অভিষেক হয়েও হাসান বশির থেকে জামাল ভুঁইয়া আন্তর্জাতিক পর্যায়ে তিন গুণ বেশি ম্যাচ খেলে ফে'লেছেন। মূলত এই ব্যাপারটি হাসান বশিরকে ক'ষ্ট দেয়। এজন্য তিনি ল'জ্জা পান।

পাকিস্তানি পত্রিকা ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষা'তকারে হাসান বশির বলেন, ‘আমি জামাল ভূঁইয়ার সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের হয়ে সে কতগুলো ম্যাচ খেলেছে, অধিনায়কত্ব করেছে-এসব জানতে চেয়েছি। সে বলল, অভিষেকের পর থেকে ৬০ থেকে ৭০টি ম্যাচ খেলেছে। জামালের অভিষেক হয়েছে আমার এক বছর পর। অথচ আমি এরমধ্যে খেলেছি ২০ থেকে ২১টি ম্যাচ। এটা আমাদের জন্য ল'জ্জা ও বি'ব্র'তকর। এটা দুঃ'খজ'নকও। এই অবস্থাটা আমাদের সবকিছু শে'ষ করে দিচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে