শনিবার, ০৩ জুলাই, ২০২১, ০২:৩৭:১০

খেলা শুরু, জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা, খেলার শুরুতেই প্রথমে সুখবর

খেলা শুরু, জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা, খেলার শুরুতেই প্রথমে সুখবর

খেলা শুরু হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা। খেলার শুরুতেই সুখবর জিম্বাবুয়ের তাকাশিংগা স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ।

টেস্ট সিরিজের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১৬, ১৮ এবং ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে দুপুর ১:৩০ মিনিটে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল। ২৩ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। শেষ দুটি ম্যাচ ২৫ ও ২৭ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৪:৩০ মিনিটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে