স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য হতে যাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ক্রিকেটবিশ্বের শীর্ষ বিশ্ব অল রাউন্ডার টাইগার সাকিব আল হাসানের জন্য নয়া রেকর্ড অপেক্ষা করছে। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ব্যাট হাতে ১ হাজার রান ও বল হাতে অর্ধশত উইকেট নেওয়ার নজির একটাই আছে। আর সেটা পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির। তিনি ৮৭ ম্যাচে বল হাতে নিয়েছেন ৮৮ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ১ হাজার ২৭৫ রান। পাক ক্রিকেটার আফ্রিদির এই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের সামনে। তাও আবার আফ্রিদির চেয়ে অনেক ম্যাচ কম খেলে। বর্তমানে ৩৮ ম্যাচে ব্যাট হাতে ৮৪৩ রান করেছেন সাকিব। আর বল হাতে নিয়েছেন ৪৫ উইকেট। ১ হাজার রান ও অর্ধশতাধিক উইকেট শিকারের রেকর্ডটি স্পর্শ করতে সাকিবের প্রয়োজন মাত্র ৫টি উইকেট ও ১৫৭ রান। ৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস -