শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৮:২৫:৪৭

নিজ এলাকায় কেমন খেলবেন টাইগার সৌম্য?

নিজ এলাকায় কেমন খেলবেন টাইগার সৌম্য?

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৫ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। জিম্বাবুয়ে বিপক্ষে খুলনার বিভাগের সাতক্ষীরা জেলার ছেলে বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান ব্যাটসম্যান সৌম্য সরকার। খুলনা থেকে তার বাড়ি বেশি দূরে নয়। শেখ আবু নাসের স্টেডিয়াম এক অর্থে তাঁর ঘরের মাঠও। স্থানীয় সাংবাদিকেরা তাই সৌম্যের কাছে জানতে চাইলেন নিজ এলাকায় কেমন খেলবেন? সৌম্যের সোজাসাপ্টা জবাব, কেউ তো হারার জন্য নামে না। আশা করি নিজের মাঠে ভালে খেল উপহার দেব। এবং বাংলাদেশের জয় অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, আমি পেছনের পরিসংখ্যান নিয়েই পড়ে থাকতে চান না; বরং তাঁর প্রত্যয় সামনে আরও ভালো খেলতে চায়। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। তবে যেটা পেছনে রেখে এসেছি, সেটা তো ফিরে পাব না। সামনে যা আসছে, তাতে আরও ভালো করার চেষ্টা করব। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সৌম্যের। মাঝে ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফর, সর্বশেষ বিপিএলটা প্রত্যাশামতো যায়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিসংখ্যানটাই সৌম্যকে আশাবাদী করছে। গত বছর ১৫ ওয়ানডেতে ৫১.৬৯ গড়ে রান ৬৭২। ৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস -

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে