শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৯:০৮:৪২

ক্রিকেট অস্ট্রেলিয়াকে বুড়ো আঙুল দেখাল বিশ্বের ১৫টি দেশ

ক্রিকেট অস্ট্রেলিয়াকে বুড়ো আঙুল দেখাল বিশ্বের ১৫টি দেশ

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে আসন্ন এই টুর্ণামেন্টে ১৫ টি দেশ আসছে। 

শনিবার আইসিসি বিসিবিকে এক বিবৃতিতে এমনটি জানিয়েছে, যুব বিশ্বকাপে জন্য স্বাগকিত বাংলাদেশসহ ১৫টি দলই চূড়ান্ত হয়েছে। কিন্তু  নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে সরে দাড়াঁনো পর আয়ারল্যান্ডকে ‘ডি’ গ্রুপে অন্তর্ভুক্ত করে নেন ক্রিকেটের সর্বোচ্চ বড় সংস্থা আইসিসি।

ওই বিবৃতিতে আরো জানানো হয়, অস্ট্রেলিয়া বাদে নির্ধারিত দলগুলোর অন্য কেউ হাঁটেনি। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসছে;  ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড এই ১৫টি দেশ। আইসিসির এই টুর্ণামেন্টে বাংলাদেশ খেলবে স্বাগতিক হিসেবে।

আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের চার শহরের আট ভেন্যুতে শুরু হবে যুব ক্রিকেটারদের সর্ববৃহৎ এই টুর্নামেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা​ ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে