দুর্দান্ত খেলার পর টাইব্রেকারে শেষ পর্যন্ত নিশ্চিত হলো আর্জেন্টিনার ফাইনাল যাত্রা। এতে ১১ জুলাই ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের। আজ আর্জেন্টিনা ফাইনালে যাওয়াতে নেইমারের স্বপ্ন পূরণ হয়েছে। কারণ গতকাল ব্রাজিল ফাইনালে উঠার পর আর্জেন্টিনাকে ফাইনালে চেয়ে ছিল নেইমার।
এর আগে গতকাল ম্যাচ শেষে নেইমার বলেন, ‘দেখুন, আমি আর্জেন্টিনার সমর্থক। সেমি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদেরই সমর্থন দেব। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।’
এ সময় নেইমার আরও বলেন, , ‘ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’ তবে আজেন্টিনার ফাইনালে যাওয়ায় নিশ্চয়ই বন্ধু নেইমার মহা খুশি হয়েছেন!