বৃহস্পতিবার, ০৮ জুলাই, ২০২১, ০৪:২২:২৫

৮টি বাউন্ডারি, তাসকিনের দুর্দান্ত ফিফটি!

৮টি বাউন্ডারি, তাসকিনের দুর্দান্ত ফিফটি!

তাসকিনও যে দুর্দান্ত একজন ব্যাটসম্যান তা আজ দেখিয়ে দিলেন। একের পর এক বাউন্ডারি মেরে দুর্দান্ত ফিফটি করেছেন তাসকিন আহমেদ।

মাহমুদউল্লাহর সঙ্গে ৯ম উইকেটে শতাধিক রানের জুটি গড়েছেন। স্বীকৃত ব্যাটসম্যানদের মতোই তিনি মাহমুদউল্লাহকে সঙ্গ দিয়ে যাচ্ছেন। পুরস্কার স্বরূপ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। এজন্য তিনি খেলেছেন ৬৯ বল। হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি।৩২ রানে অবশ্য একটা জীবনও পেয়েছেন তিনি। রিচার্ড এনগারাভার বলে দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ছাড়েন একজন ফিল্ডার।

এর আগে তাসকিনের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৩৩। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাসকিন-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ৯ম উইকেট জুটিতে এসেছে ১২৭* রান। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৯৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৩৫ রানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে