স্পোর্টস ডেস্ক: হোক না প্রস্তুতি ম্যাচ, তাতে কী? জয় তো জয়ই। গতকাল ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ভারত। এরপর আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলেখেলা করলেন ধোনি বাহিনী। ৬৪ রানে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচও জিতে নিল ভারত।
শনিবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি ভারত। মাত্র ১৯ রান তুলতেই তারা হারিয়ে ফেলে মূল্যবান দুইটি উইকেট। দলকে বিপদে ঠেলে দিয়ে সাজঘরের পথ বেছে নেন শিখর ধাওয়ান (৪) ও বিরাট কোহলি (৭)।
তবে অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালান রোহিত শর্মা। ৮২ বলে ৬৭ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মানিশ পান্ডের (৫৮) ব্যাট থেকে। ৫ উইকেট নিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের সেরা বোলার ড্রিউ পোর্টার।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া একাদশ। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জ্যারন মরগান। ৪৩ রান করেন জ্যাক কার্ডার। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন ঋষি ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।
মর্গ্যানের হাফ সেঞ্চুরি।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস