স্পোর্টস ডেস্ক: দুই টাইগার লড়াই তাও আবার ক্রিকেট মাঠে? হ্যাঁ এমনটাই হয়েছে। লড়াই এক নয় হয়নি; দুইবারই হয়েছে। প্রথম লড়াইয়ে মাশরাফিকে পরাজিত করেন সাকিব আল হাসান। প্রথম লড়াইয়ে তিন ঘণ্টা ব্যবধানে দ্বিতীয় লড়াইয়ে সাকিবকে পাল্টা জবাব দিলেন মাশরাফি। এই লড়াইটা আসলে অনুশীলন ম্যাচের।
জিম্বাবোয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামার আগে নিজেদের মধ্যেই ভাগ হয়ে গেছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের। সাকিবের দল বনাম মাশরাফির দল। শনিবার খুলনার শিবিরে এভাবেই দলকে পরীক্ষা করে নিলেন কোচ। মাশরাফির লাল দল মাত্র ১৯ রানে হেরে যায় সাকিবের সবুজ দলের কাছে। দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে মাশরাফি বিন মুর্তজা সাকিবকে পরাজয়ের জবাবটা বুঝিয়ে দিয়েছেন।
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে ২২ রানে সাকিব আল হাসানের সবুজ দলের বিপক্ষে জয় পায় মাশরাফিরা। আগে ব্যাট করে বাংলাদেশ লাল দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে সাকিবের সবুজ দল ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সমর্থ হয়।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস