শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০৩:৫৫:২১

মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ভারতীয় সিইওকে বহিষ্কার করল আইসিসি

মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ভারতীয় সিইওকে বহিষ্কার করল আইসিসি

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মানু সোহনিকে সংস্থাটির প্রধান নির্বাহী পদ থেকে বহিষ্কার করেছে। 

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই)মআইসিসির সভাপতি গ্রেগ বার্কলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বোর্ডসভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এমন কঠিন সিদ্ধান্তের বিষয়ে সভায় কেউ আপত্তি জানাননি বলেই জানা গেছে। সভায় ঘোষণা দেওয়া হয়, এখন থেকে মানু সোহনি আর আইসিসির সঙ্গে যুক্ত নন। 

জানা গেছে, সোহনির আচরণে খুশি ছিলেন না আইসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। দুবাইয়ে অবস্থিত আইসিসির প্রধান কার্যালয়ের ৯০ শতাংশ কর্মীই সোহনির বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর গত মার্চে আচরণগত সমস্যার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় সোহনিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে