শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ১১:৫৪:১০

মেসির হ্যাটট্রিক আর নেইমারের গোলে উড়ে গেল গ্রানাডা

মেসির হ্যাটট্রিক আর নেইমারের গোলে উড়ে গেল গ্রানাডা

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে চোট আঘাতে কাবু ছিলেন বার্সেলোনার সেরা তারকা নিওলেন মেসি। এল ক্লাসিকোতে ফেরার পরে গোল করলেও সেভাবে ছন্দ ফিরে পাচ্ছিলেন না। কিন্তু জিনিয়াসদের তো বেশিদিন আটকে রাখা যায় না। সেটাই হল নিজস্ব ছন্দে ফিরবেন মেসি। শনিবার লা লিগায় গ্রানাদার বিরুদ্ধে হাটট্রিক করলেন লিও মেসি। চিরচেনা ঘরের মাঠে মেসির হ্যাটট্রিক আর নেইমারের একমাত্র গোলে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।

শনিবার মেসি-নেইমারকে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের জন্য মাঠে নেমে দেন লুইস এনরিকে। ম্যাচে প্রথমার্ধেই দুটো গোল করেন মেসি। তখন অপেক্ষা ছিল হ্যাটট্রিকের। বিরতির পরে সেই কাঙ্খিত হ্যাটট্রিক করে বুঝিয়ে দেন এখনও ফুরিয়ে যাননি। বার্সার হয়ে এখনও হ্যাটট্রিক করতে পারেন। এবারের ব্যালন ডি’অর কে পাবেন তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে অনেকেই অনুমান করছেন লিও মেসির হাতেই পাঁচবারের জন্য ব্যালন উঠতে চলেছে। ফর্মে ফেরার পরে এবার মেসির হাতেই তুলে দেওয়া হতে পারে এবারের ব্যালন।

প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি। বিশ্রাম শেষে ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সের ভিতরে নেইমারের বাড়িয়ে দেওয়া বল গ্রানাডার জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর ম্যাচের ৮৩ মিনিটে সুয়ারেজের পাস থেকে বার্সেলোনার ব্যবধানে ৪-০ করেন নেইমার। এরপর আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলো।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে