রবিবার, ১১ জুলাই, ২০২১, ০৭:১৬:৫২

আর্জেন্টাইন ডিফেন্ডারের ট্যাকলে প্যান্ট ছিঁড়ে গেছে নেইমারের

আর্জেন্টাইন ডিফেন্ডারের ট্যাকলে প্যান্ট ছিঁড়ে গেছে নেইমারের

শিরোপার কঠিন লড়াইয়ে মাঠে নেমেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিছুক্ষন পরই জানা যাবে কোপার চ্যাম্পিয়ন কে হচ্ছেন। বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। ম্যাচের ২১তম মিনিটে গোল করেছেন আর্জেন্টিনার ডি মারিয়া।

আজ মাঠে নেমেই নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মেসি। কোপা আমেরিকার ইতিহাসে এখন সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারের নাম লিওনেল মেসি। চলতি আসরের ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ খেললেন তিনি। তবে এ রেকর্ডে মেসি একা নন। ১৯৫৩ সালের চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন ঠিক ৩৪ ম্যাচ খেলার রেকর্ড গড়ে গেছেন। 
নেইমারের আক্রমণ রুখতে গিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারের ট্যাকলের সময় প্যান্ট ছিঁড়ে যায় নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল সে ছবি।

যারা আছেন আর্জেন্টিনা একাদশ : দামিয়ান মার্টিনেজ, ওটামেন্দি, আকুনা, মন্টিল, রোমেরো, ডি পল, পেরেসিস, লো সেলসো, মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ।

যারা আছেন ব্রাজিল একাদশ: এডারসন, থিয়াগো সিলভা, ড্যানিলো, মারকুইনহোস, রেনান লোদি, ক্যাসেমিরো, ফ্রেড, এভারটন, লুকাস পাকুয়েতা, রিচার্লিসন, নেইমার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে