রবিবার, ১১ জুলাই, ২০২১, ০৭:২৮:০৪

একের পর এক আক্রমণ শুরু করেছে ব্রাজিল, অফসাইডের কারণে গোল বাতিল

একের পর এক আক্রমণ শুরু করেছে ব্রাজিল, অফসাইডের কারণে গোল বাতিল

চলছে আক্রমণ আর পাল্টা আক্রমণ। এরই মাঝে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে হয়েছিল স্বাগতিক ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে ফিরেই আর্জেন্টিনার জালের ঠিকানা খুঁজে নিয়েছে তারা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে সেই গোল। ফলে ম্যাচের ৫৩ মিনিট শেষেও ১-০ গোলে এগিয়ে রইল আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একের পর এক জোরাল আক্রমণ করতে থাকে ব্রাজিল। যার সুবাদে ম্যাচের ৫২ মিনিটেই পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। ডি-বক্সের মধ্য থেকে সেটি কাজেও লাগিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে