রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১২:৪২:১৪

রোহিতের ফর্মে ফেরা ভারতের জন্য সুখবর

রোহিতের ফর্মে ফেরা ভারতের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারত। শনিবার ওয়াকার মাঠে একদিনের ম্যাচে পশ্চিম অস্ট্রেলিয়াকে ৬৪ রানে হারালো তারা। তবে ভারতের হয়ে ভাল খবর, রোহিত শর্মার ফর্মে ফেরা। দীর্ঘদিন ধরে অফ ফর্মে ছিলেন এই তারকা।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বাদে সেরকম ফর্মে দেখা যায়নি রোহিতকে। টেস্ট সিরিজে তো আরওই বাজে ছিল ফর্ম। তবে সীমিত ওভারের ক্রিকেটে ফিরতেই ফের পুরনো ফর্মের ঝলক দেখালেন রোহিত। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ঝটকা খায় ভারত। পরপর ফিরে যান শেখর ধাওয়ান (৪) এবং বিরাট কোহলি (৭)।

রোহিতের সঙ্গে হাল ধরেন অজিঙ্ক রাহানে (৪১)। দু’জনের ৮৮ রানের জুড়ি ভারতকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে দেয়। মিডল অর্ডারে নেমে দলকে ভরসা দিলেন মনীশ পান্ডেও (৫৮)। তবে ড্রু পোর্টারের (৫/৩৭) বোলিংয়ের সামনে ৫ বাকি থাকতেই ২৪৯ রানে অল আউট হয়ে যায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলও দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ রান জেরন মর্গানের (৫০)। ভারতের হয়ে দুটি করে উইকেট ভাগ করে নেন ঋষি ধাওয়ান‍, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন এবং অক্ষর প্যাটেল। একটি উইকেট উমেশ যাদব এবং গুরকিরত সিংয়ের।
১০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে