স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া কি নিজের ভুল বুঝতে পারছে? নিরাপত্তার অজুহাতে যুব বিশ্বকাপ ক্রিকেট থেকে দল তুলে নিয়েছিল তারা। আশঙ্কা তৈরি হয়েছিল, এর প্রভাব অন্য দেশগুলির উপরও পড়তে পারে। কিন্তু বাংলাদেশকে স্বস্তি দিয়ে বাকি সব দেশ খেলতে আসছে যুব বিশ্বকাপে।
আইসিসি শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলো যুব বিশ্বকাপের ১৬ দলের নাম। বাংলাদেশ ছাড়া এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বদলে আইসিসি পাঠাচ্ছে আয়ারল্যান্ডকে। এ ছাড়াও আসছে আফগানিস্তান, কানাডা, ফিজি, নামিবিয়া, নেপাল, স্কটল্যান্ড। ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের শুরু হচ্ছে যুব বিশ্বকাপ।
১০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি