রবিবার, ১১ জুলাই, ২০২১, ০২:০৭:৪২

নেইমারের ওপর বারবার আঘাত করেছে আর্জেন্টিনার খেলোয়াড়রা!

নেইমারের ওপর বারবার আঘাত করেছে আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বহুদিনের চাওয়া-পাওয়ার অবসান হলো আর্জেন্টিনার। চিরপ্রতিদন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর শিরোপা মেসিদের। আর এই ক্ষেত্রে বড় অবদান ডি মারিয়ার। হারলেও পুরোটা সময় দুর্দান্ত খেলেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। অন্যদিকে গোল করার পর রক্ষণ জমাট করে ব্রাজিলের আক্রমণ প্রতিহত করে গেছে আর্জেন্টিনা। 

গোটা ম্যাচে মাত্র ৪০ শতাংশ সময়ে আর্জেন্টিনার পায়ে বল ছিল। বাকিটা সময়ে রাজত্ব করে ব্রাজিল। আক্রমণের সংখ্যাতেও তারাই এগিয়ে ছিল। আর্জেন্টিনার ১৯টি ফাউলের বিপরীতে ব্রাজিল করে ২২টি। তাই আর্জেন্টিনা ট্রফি জিতলেও তাদের খেলা দর্শকদের মন জিততে পারেনি। 

গোল করার পর পুরো সময়টা রক্ষণ সামলে গেছে আর্জেন্টিনা। ম্যাচে ছিল না কোনো ছন্দ। দুই দলের খেলোয়াড়দের আঘাত-পাল্টা আঘাতে বারবার খেলা বন্ধ হয়। ব্রাজিলের সুপারস্টার নেইমারের ওপর তারা বারবার আঘাত করেছে। ম্যাচের পুরো সময়টা নেইমারকে আটকে রাখাই ছিল আর্জেন্টিনা দলের মূল লক্ষ্য। যাতে তারা সফল হয়েছে।

দুর্দান্ত নেইমারকে রুখতে বেশিরভাগ সময় ফাউলে ব্যস্ত থেকেছে আর্জেন্টাইন খেলোয়াড়রা। মেসির দলের ট্যাকেলে নেইমারের হাফপ্যান্টও  ছিঁড়ে গিয়েছিল!  তবু থামেননি নেইমার। একের পর এক আক্রমণ করে গেছেন আজেন্টিনার রক্ষণে। তবে আর্জেন্টিনার রক্ষণ এদিন দুর্দান্ত খেলার পাশাপাশি নেইমারকে গুরুতর ফাউল করেও আটকে দিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে