স্পোর্টস ডেস্ক : কেউ তার মধ্যে ব্র্যাডম্যানের ছায়া দেখছেন৷ কেউ বলছেন, ‘আরে এ তো দ্বিতীয় শচীন।’ ভারতের গুজরাটের সাত বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে আগ্রহের শেষ নেই৷ না, সে প্রণব ধনওয়াড়ের মতো ১০০৯ রান করেনি৷ কিন্তু, তার ব্যাটিং স্টাইল, শট নির্বাচন প্রতিদিন চমকে দিচ্ছে! যারা ছোট্ট ছেলের খেলা দেখেছেন, এককথায় মেনেছেন, এ ছেলে যেমন-তেমন নয়৷ প্রতিভা নিয়েই জন্মেছে৷ কিন্তু, এত আলোচনা, এত তুলনা নিয়ে মাথা ব্যথানেই ভাসু লুকা-র৷ ব্রাডম্যান, শচিনের মতো হওয়ার কোনও ইচ্ছেও তার নেই৷
উল্টে ছোট্ট লুকা মহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটিং আর ডেল স্টেনের মতো বোলিং করতে চায়! হ্যাঁ, শুধু ব্যাট হাতে নয়, জোরে বোলিংয়েও ভাসু লুকা পারদর্শী৷ এমন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই স্পনসররা আগ্রহ দেখিয়েছে৷ ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাম্হেম স্পোর্টস’ সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার লুকা-র সঙ্গে চুক্তি করেছে৷ তার পৃষ্ঠপোষক হয়েছে৷ এত জোরে ব্যাট চালাতে ভয় করে না? লুকা এই প্রশ্নের জবাবে জানিয়েছে, ‘বড় চেহারার জোরে বোলারদের দেখলে প্রথম প্রথম খুব ভয় করত৷ তবে এখন আর করে না৷ আমি ধোনির মতো ব্যাটিং আর স্টেনের মতো বোলিং করতে চাই৷ লক্ষ্য এটাই৷’
১০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি