সোমবার, ১২ জুলাই, ২০২১, ১০:২৫:৫৮

বিমানবন্দরে নামতেই মেসিদের অভ্যর্থনা জানাতে মানুষের ঢল

বিমানবন্দরে নামতেই মেসিদের অভ্যর্থনা জানাতে মানুষের ঢল

দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান। সাত বছর আগে সতীর্থদে ব্যর্থতার কারণে শিরাপা জিততে না পারার কারণে বেদনাহত মেসির কথা হয়তো মনে রেখেছিল মারাকানা। 

ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয়ের পর এক দফা উল্লাস, আনন্দ উদযাপন কয়েছে মারাকানার বুকেই। ট্রফি নিয়ে সেখানে মেসির শিশুসূলভ উচ্ছ্বাস আর উল্লাস ছিল দেখার মতো।

সতীর্থদের সঙ্গে নাচলেন, গাইলেন, উল্লাসে মাতলেন, ভিক্টরি ল্যাম্প দিলেন, সতীর্থরা তাকে শূন্যে ছুঁড়ে দিয়ে কোপা জয় উদযান করেছে। কিন্তু মেসির তর সইছিল না নিজ দেশে ফেরার জন্য। মাঠেই তাকে দেখা গেছে স্ত্রী-পূত্রদের সঙ্গে মোবাইলের ভিডিও কলে আনন্দ ভাগাভাগি করে নিতে।

সুতরাং, আর দেরি কেন! রিও থেকে বিশেষ ফ্লাইটে করে সোজা মেসি এবং তার সতীর্থরা উড়ে গেলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। সেখানকার এজেইজা বিমানবন্দরে এসে অবতরণ করেন লাতিন জয়ী মেসি এবং তার সতীর্থরা। ২৮ বছর আগে গ্যাব্রিয়েল বাতিস্তুতারা এভাবে সর্বশেষ একটি ট্রফি নিয়ে বুয়েন্স আয়ার্সের মাটি স্পর্শ করেছিলেন। এরপর সেই সৌভাগ্য আর হয়নি আর্জেন্টাইনবাসির যে, একটি শিরোপা উৎসব করবে!

অবশেষে সেই উপলক্ষ রচনা করে দিলেন মেসিরা। বিমানবন্দরে নামতেই ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় কোপাজয়ী আর্জেন্টিনা দলকে। এরপর তোলা হয় চ্যাম্পিয়ন লেখা দুটি বাসে। সেই বাসে করে পুরো বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণ করেন মেসিরা। পথের ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানালেন মেসিদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে