সামছুজ্জামান শাহীন : অফ স্ট্যাম্পের বাইরের বলকে সীমানা পাড় করতে গিয়ে স্ট্যাম্পিং হন নাসির হোসেন। দুই ওভার পরেই লংঅন থেকে থ্রোইংয়ে স্ট্যাম্প ভেঙে দেন এনামুল হক বিজয়। ততক্ষণে লংঅফ থেকে বেশ খানিকটা দৌড়ে সাকিব ছুটে যান বিজয়ের কাছে।
ইনিংস শেষ হতে কোচ চন্ডিকা হাতুরাসিং আসেন বাউন্ডারি লাইনের পাশে স্কোর কার্ড দেখতে। ক্রিকেটারদের পারফরমেন্স খুঁটিয়ে দেখার পর পা বাড়ান ড্রেসিং রুমের দিকে। কাল খুলনায় জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের চিত্র ছিল এরকম।
শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবারের দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই ক্রিকেটাররা ছিলেন ‘সিরিয়াস’ মেজাজে। সামনেই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ। তারপর এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ। সবগুলো আসরেই ভালো করতে চায় বাংলাদেশ। তাই জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজটাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রস্তুতি ম্যাচে যাচাই-বাছাই করে দল প্রস্তুত করতে চায় নির্বাচক প্যানেল।
দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘দলে সুযোগ পেতে হলে সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। দলে নতুন যারা এসেছেন, তারা সবাই যোগ্যতা দেখিয়েই এসেছেন।’ ক্রিকেটাররা সবাই জয় চান এমন কথাই বলেন বাঁ হাতি ওপেনার সৌম্য সরকার, ‘ক্রিকেট ভালো একটা বছর পার করার পর দলকে ঘিরে যেমন প্রত্যাশা বেড়েছে। তেমনি জাতীয় দলে টিকে থাকাও এখন ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ।’
কাল প্রস্তুতি ম্যাচ ছিল দুটি। প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিবের দল বাংলাদেশ সবুজ ১৯ রানে হারায় মাশরাফির লাল দলকে। সবুজ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৫১ রান। জবাবে লাল দলের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। সবুজ দলের মুশফিকুর রহিম আক্রমণাত্মক মেজাজে ৩৬ বলে করেন ৫৭ রান। এনামুল হক বিজয় ৩২, সাকিব ১২, ইমরুল ০ ও মুসাদ্দেক অপরাজিত ২০ রান করেন।
লাল দলের সাব্বির রহমান ২টি ও মাশরাফি, আবু হায়দার রনি, মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন। লাল দলের পক্ষে তামিম সর্বোচ্চ ২৮ রান করেন। সৌম্য ২, সাব্বির ২১, মাহমুদুল্লাহ ৮, নুরুল হাসান ২২ ও মাশরাফি অপরাজিত ১৯ রান করেন। সবুজ দলের সাকিব ২, শহিদ, আরাফাত সানি, শুভাগত হোম ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ-জিম্বাবুয়ের চার ম্যাচের টি-২০ সিরিজ শুরু ১৫ জানুয়ারি। বাকি তিন ম্যাচ যথাক্রমে ১৭, ২০ ও ২২ জানুয়ারি। এর আগে খুলনায় ২০০৬ সালের ২৮ নভেম্বর একমাত্র টি-২০ ম্যাচ হয়েছিল।
প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে এবং বাংলাদেশের ছিল সেটা প্রথম টি-২০ ম্যাচ। টাইগাররা জিতেছিল ৪৩ রানে। সিরিজ খেলতে খুলনায় ১২ জানুয়ারি পা রাখবে জিম্বাবুয়ে এবং ফিরে যাবে ২৩ জানুয়ারি। তবে মাশরাফিরা এখানে থাকবেন ৩১ জানুয়ারি পর্যন্ত। -বিডি প্রতিদিন
১০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি