মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ০৫:৩৫:২২

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছিল ভারত। শিরোপাজয়ী সেই দলে দারুণ ভূমিকা রেখেছিলেন যশপাল শর্মা। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৩ জুলাই) না ফেরার দেশে চলে গেলেন এই সাবেক ক্রিকেটার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এক সময় ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন যশপাল শর্মা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। সাবেক সতীর্থ ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক কপিল দেব নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি।

১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। ৩৭টি টেস্ট খেলেছেন তিনি। দুটি সেঞ্চুরিসহ ১ হাজার ৬০৬ রান করেছেন তিনি। এক সময় ভারতীয় মিডল অর্ডারে সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন যশপাল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে