রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৯:৪৩

‘বাংলাদেশে ভয়ের কিছুই নেই’

‘বাংলাদেশে ভয়ের কিছুই নেই’

স্পোর্টস ডেস্ক:  অজি ক্রিকেট টিম নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করলেও ওয়েস্ট ইন্ডিজের যুবারা মনে করছেন এদেশে খেলাতে ভয়ের কিছুই নেই।

গতকাল (শনিবার) একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে ক্যারিবীয়ান যুবাদের অধিনায়ক শিমরন হেটমায়ার এমনটাই জানান।

শিমরন বলেন,  ‘ বিশ্বকাপের আগে বাংলাদেশর সঙ্গে খেলাটা আমাদের কাজে আসবে । আর আমরা এখানে খেলতে আসছি। তাই খেলাতে আমাদের ফোকাস।’


২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে যুব বিশ্বকাপের একাদশতম আসর। ২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হলো বাংলাদেশ। এবারের আসরে অংশ নেবে ১৬টি দেশ।

১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে