স্পোর্টস ডেস্ক : মাশরাফিরা এখন খুলনায়। জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বলেই কয়েক দিন আগে খুলনা যায় মাশরাফিরা। বিশ্বকাপের আগে নিজেদের পরখ করে নেয়ার একমাত্র দ্বিপাক্ষীয় সিরিজ এটি।
পরিশ্রমী চিগাম্বুরারা ১১ জানুয়ারি ঢাকায় পা রাখবে। অনেক কথার ছড়াছড়ি হলেও এখন চূড়ান্ত যে, নতুন বছরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষেই মাঠে নামছে। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি নিচে উল্লেখ করা হল।
১৫ জানুয়ারি হবে প্রথম টি-২০, ১৭ জানুয়ারি দ্বিতীয় টি-২০, ২০ জানুয়ারি তৃতীয় টি-২০ ও ২২ জানুয়ারি চতুর্থ টি-২০। প্রতিটি ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর