স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বেজায় ক্ষেপেছেন অস্ট্রেলিয়ার উপর। তিনি যতটা ফুঁসছেন মুখে প্রকাশ করছেন না সেটা।
অসি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এক হাত নেয়ার পথেই যাচ্ছেন নাজমুল হাসান পাপন। আইসিসিকে নিয়ে অস্ট্রেলিয়াকে কড়াভাবে চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
যখন যা খুশি তখন তা বলে বহিঃবিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট করে আসছে অস্ট্রেলিয়া। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
অস্ট্রেলিয়া যাতে আর পাগলামি না করতে পারে সে জন্য আইসিসিকে নিয়েই কাজ করতে চায় বিসিবি। আইসিসির পরবর্তী মিটিংয়ে উঠবে অস্ট্রেলিয়ার প্রসঙ্গ।
ধারনা করা যায় বেশির ভাগ ক্রিকেট দেশ বাংলাদেশকেই সমর্থন প্রদান করবে। জানা যায়, শুধু পাপন নয় বেজায় চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তারা।
অস্ট্রেলিয়া প্রসঙ্গে একটি সমাধান চাইছেন তারা। আর শিগগিরই সে পথে হাঁটবে বিসিবি।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর