স্পোর্টস ডেস্ক: নাক দিয়ে রান আউট! শুনতেই যেন হাসি পায়। ভাবতে পারেন এটা আবার কেমন আউট? নাক দিয়ে রান আউট হয় নাকি? বিরল ঘটনাও বটে।
ঘটনা অদ্ভুত মনে হলেও গতকাল ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টুর্নামেন্টে। আর ঘটনা সৃষ্টিকারী মেলবোর্ন স্টারসের অলরাউন্ডার অ্যাডাম জাম্পা।
স্কোরবোর্ড দেখাচ্ছে, নন-স্ট্রাইক প্রান্তে থাকা মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান পিটার নেভিলকে রান আউট করেছেন মেলবোর্ন স্টারস অলরাউন্ডার জাম্পা। কিন্তু সেখানে লেখা নেই, কীভাবে পরপর দুটি মুহূর্তে উচ্ছ্বাস আর ভয়ের দুটি ভিন্ন অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে স্টারস সমর্থকদের। কীভাবে আনন্দ-বেদনার যুগল অনুভূতি ছিল জাম্পার মুখেও।
ম্যাচের ১৩তম ওভারের খেলা চলছিল। জাম্পার নিরীহ দর্শন বলটিতে বেশ জোরে স্ট্রেট ড্রাইভ করেছিলেন রেনেগেডস ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো। নিশ্চিত চার-ই হয়তো ধরে নিয়েছিলেন। কিন্তু বিধি বাম! বল গিয়ে লাগল রানের উদ্দেশ্যে ক্রিজ থেকে বেরিয়ে আসা অন্য প্রান্তের ব্যাটসম্যান নেভিলের ব্যাটে। জাম্পা বল উদ্দেশ্যে লাফ দিলেন।
তাঁর ব্যাটে লেগে দিক পরিবর্তন করে বল গিয়ে লাগল জাম্পার নাকে। সেখান থেকেই সরাসরি স্টাম্পে! তখনো ক্রিজের বাইরে নেভিল। আউট! তিনি হতবাক, ওদিকে জাম্পা তাঁর নাক চেপে ধরে বসে আছেন! ইচ্ছাকৃত হয়তো ছিল না, তবে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে যে নিজের নাক ফাটিয়ে বসে আছেন জাম্পা।
অবশ্য ম্যাচটিতে জয় পেয়েছে জাম্পার স্টারস। সূত্র: ক্রিকইনফো।
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর