স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের খলনায়ক এখন ক্রিস গেইল। নারী কেলেঙ্কারির ঘটনার পরেই আসেন ব্যাপক সমালোচনায়। এবার খেলার মাঠের ঘটনায় খবরের শিরোনাম ক্রিস গেইল।
বিগ ব্যাশে দলের ৬ষ্ঠ ম্যাচে মাঠে নামেন ক্রিস গেইল। নানা দিকের সমালোচনায় বিদ্ধ হওয়া গেইল খেলতে নামেন মেলবোর্ন রেনেগার্সের ওপেনার হিসাবে।
তার সাথে ছিলেন না অ্যারন ফিঞ্চ। গেইলের সাথে সেদিন ওপেনার হিসাবে মাঠে নামেন উইলিয়াম কুপার। গেইল ব্যাট হাতে থাকেন ম্লান। অন্যদিকে টানা হারের স্বাদ পায় গেইলের দল।
প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার দিকে আরো এক ধাপ এগিয়ে গেল রেনেগার্স। ৬ টি ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচে হারের মাধ্যমে পয়েন্ট টেবিলের নিচে রয়েছে মেলবোর্ন রেনেগার্স।
গেইলের ব্যাটে নেই আগের উত্তাপ। শনিবার রাতে গেইলের ব্যাট থেকে আসে ২১ বলে ২১ রান। টি-টোয়েন্টিতে ওয়ানডে স্টাইলের এই ব্যাটিং বিপদ ডেকে আনে দলের।
বিশ ওভারে গেইলদের সংগ্রহ ছিল ১৫৫। মেলবোর্ন স্টার্স মাত্র ২টি উইকেট হারিয়ে ১৮ ওভারে জয় তুলে নিয়ে এগিয়ে গেল পয়েন্ট টেবিলে। সব দিক থেকে এখন সমালোচনায় ক্রিস গেইল।
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর