স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুবায়ে অনুষ্ঠিতব্য আসরটিতে খেলার কথা বাংলাদেশের চার ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। প্রথমে শুধু মুস্তাফিজের ব্যাপারে আপত্তি জানিয়েছিল বিসিবি। কিন্তু শনিবার শোনা গেল কোন সিনিয়র খেলোয়াড়কে পিএসএলে খেলার অনাপত্তিপত্র দেবে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি।
বেশ কিছুদিন আগে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশ থেকে পাকিস্তানি এক কূটনৈতিককে প্রত্যাহার করতে বলে সরকার। এরপর কারণ ছাড়াই পাকিস্তান প্রত্যাহার করে নিতে বলে বাংলাদেশের এক কূটনীতিককে। বিষয়টা শুধুই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে না। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণেই এমন সিদ্ধান্ত।
হটাৎ করে বাংলাদেশি খেলোয়াড়দের পিএসএল খেলতে না পাঠানোর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতি।
প্রসঙ্গত, এরইমধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান পিএসএলের বিভিন্ন ফ্রাঞ্জাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর