স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসবে না ক্রিকেটের মোড়ল দেশ অস্ট্রেলিয়া। এই বিষয়টি জানতে পেরেছেন পাকিস্তানের গ্রেট ক্রিকেটার শহীদ খান আফ্রিদি।
বাংলাদেশ সফর বর্জন করায় অস্ট্রেলিয়ার সমালোচনায় বিষবাস্প ছাড়লেন শহীদ আফ্রিদি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানও অস্ট্রেলিয়ার সমালোচনা করেন।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বলেন, এভাবে খেলা বর্জন করে আপনারা (অসি বোর্ডের কর্মকর্তা) খেলাটির শত্রুদেরকেই সাহায্য করছেন।
পরে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো গুরূত্বপূর্ণ ক্রিকেটীয় জাতির কাছ থেকে আমরা আরো ভাল দৃষ্টান্ত আশা করি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার যায়গায় অনুর্ধ্ব-১৯ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়ে আসছে আয়্যারল্যান্ড।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ২৭ জানুয়ারি শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আসর।
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর