স্পোর্টস ডেস্ক : স্ত্রী ইরিনা শায়াক থেকে আলাদা হওয়ার পর কারো সঙ্গেই জোড়া লাগছে না পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে বিভিন্ন সূত্রের বরাতে সুস্পষ্ট যে একাকিত্বের জীবনে সমাপ্ত হচ্ছে তার। অর্থাৎ মাজা ডার্ভিং নামক এক ডেনিশ সুন্দরীরর খোঁজ পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা!
গত বছরের শুরুতেই রুশ মডেল শায়াকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় রোনালদোর। এর পর থেকে ভীষণ একা সিআর-৭। তবে অনেক মেয়েকে নিয়ে তার বিপক্ষে গুঞ্জন উঠে। তিনি নাকি তাদের প্রেমে বুঁদ হয়ে স্বপ্নের রাজ্যে নৌকা ভাসাচ্ছেন।এমনকি এই তালিকায় নাম উঠেছিল তারই এজেন্ট হোর্হে মেন্ডেস কন্যা মারিসারও। কিন্তু সেটিও সর্বশেষ মিথ্যা প্রমাণিত হয়েছে। এবার গুঞ্জন উঠেছে ডার্ভিংকে নিয়ে। ‘এফএইচএম’ নামের ম্যাগাজিনই দিয়েছে নতুন এই তথ্য। ইনস্টাগ্রামে বেশ পরিচিত এই উনিশ বছর বয়সী তরুণী। গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ডার্ভিং। পরে যা নিজের ইনস্টাগ্রামে প্রকাশও করেন।
এর পরই সামাজিক গণমাধ্যম সাইটগুলোতে রোনালদো ও ডার্ভিংয়ের বন্ধুত্বের খবর ছড়িয়ে পড়ে। জানা যায় তার কাছের বন্ধুরাই নাকি বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন।
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর