স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ব্যাটিং খরার সময় অভিষেক হয় ওমর আকমলের। অভিষেকের পরেই দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে যান কামরান আকমলের ছোট ভাই ওমর আকমল।
ওমর আকমলের বিরুদ্ধে অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে আফ্রিদির সেরা হাতিয়ার ওমর আকমল ম্যাচ রেফারির কথা শুনেননি।
পাকিস্তানের ঘরোয়া আসরের একটি ম্যাচে দুটি লঘু সম্বলিত পোশাক পড়েন তিনি। কায়েদ-ই আযম ট্রফিতে দুটি লঘু না পরিধান করতে তাকে নিষেধ করা হয়।
কিন্তু নিয়ম ভঙ্গ করেন ওমর আকমল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তকে এক ম্যাচ নিষিদ্ধ করেছেন ওই ম্যাচ রেফারি।
পাকিস্তানের টিম ব্যবস্থাপক ইন্তিখাব আলম জানিয়েছেন, কোড অফ কনডাক্ট না মানায় আগামী শুক্রবার অকল্যান্ডে খেলতে পারবেন না তিনি।
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর