রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১২:০৩:২৭

এশিয়া কাপের স্পন্সরশিপ পেল যে কোম্পানি

এশিয়া কাপের স্পন্সরশিপ পেল যে কোম্পানি

স্পোর্টস ডেস্ক: টানা তৃতীয় বারের মত এশিয়া কাপের আয়োজক দেশ হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আর আগামী চার বছরের জন্য টুর্নামেন্টটির স্পন্সরশিপ সত্ত্ব দেয়া হয়েছে স্পোর্টস মার্কেটিং ও ম্যানেজমেন্ট কোম্পানি `টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া টিসিএম`কে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে।

আর এ চুক্তির আওতায় রয়েছে ১০টি বড় ধরনের এশিয়া কাপ টুর্নামেন্ট। এর মধ্যে আছে পুরুষদের এশিয়া কাপ, নারীদের এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

 

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ। ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। মূলপর্বে জায়গা করে নিতে ১৯ ফেব্রুয়ারি থেকে লড়তে হবে সহযোগী চারটি দেশকে। কোয়ালিফাইং রাউন্ড শেষে একটি দল আসবে। মূলপর্বের সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম।১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে