রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১২:০৯:২৮

২০ মিনিটেই গাপটিলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন মনরো

২০ মিনিটেই গাপটিলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন মনরো

স্পোর্টস ডেস্ক : মাত্র বিশ মিনিটের ব্যবধান। দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল।  কিন্তু গাবটিলের রেকর্ডটি স্ত্রী হয় মাত্র ২০ মিনিট।

তার সতীর্থ মাত্র ২০ মিনিটের ব্যবধানেই ভেঙ্গে দেন এই রেকর্ড। গাবটিলের রেকর্ডের কথা সবাই জেনে যান এর আগে। কিন্তু তার রেকর্ডটি যে এত কম সময় স্থায়ী হবে সেটা ছিল কল্পনার বাইরে।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন গাপটিল। ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে একই ম্যাচে মনরো ১৪ বলে হাঁকান হাফসেঞ্চুরি।

নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। তবে বিশ্বে এখনো অক্ষুন্ন রয়েছে যুবরাজ সিংয়ের রেকর্ড। ২০০৭ সালে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। তার এই রেকর্ডটি ভাঙার পথেই হাঁটছিলেন মানরো।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে