রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১২:২৩:১১

জিদানের অভিষেকেই হ্যাটট্রিক, ভয়ঙ্কর রুপ দেখল ভক্তরা

জিদানের অভিষেকেই হ্যাটট্রিক, ভয়ঙ্কর রুপ দেখল ভক্তরা

 

স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেলের হ্যাটট্রিক৷ জোড়া গোল পেলেন করিম বেঞ্জিমা৷ সব মিলিয়ে ঘরের মাঠে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ৷ ডিপার্তিভো লা করুনাকে ৫-০ গোলে উড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এ দিন রিয়ালের ভয়ঙ্কর রুপ দেখল গোটা বিশ্বের ভক্তরা!

মাদ্রিদের কোচ হিসেবে সফল অভিষেক হল জিনেদিন জিদানের৷ কোচ হিসেবে প্রথম ম্যাচেই বড় জয় পেল তার দল৷ এই জয়ের ফলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়ালের। ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট হল ৪০।

এদিন রোনালদো গোল না পেলেও রিয়াল মাদ্রিদের ফুটবলাররা অনবদ্যভাবে মেলে ধরে৷ ম্যাচের ১৫ মিনিটেই বেঞ্জিমা গোল করে রিয়ালকে এগিয়ে দেন৷ এই গোলের পরেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় জিজুর দল৷

২২ মিনিটে ব্যবধান বাড়ান বেল৷ বিরতির সময় দু’গোলেই এগিয়ে ছিল রিয়াল৷ বিরতির পরে পরপর দুটো গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেল৷ ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ে জোড়া গোল করেন বেঞ্জিমা৷ -কলকাতা
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে