স্পোর্টস ডেস্ক : ভুলত্রুটির জন্যে বকা, আবার খানিকবাদে বুকে জড়িয়ে কপালে চুমো খাওয়া। ইনজুরি নিয়ে দিব্যি খেলে যাওয়া, খেসারত স্বরুপ সারা রাত ব্যাথার সঙ্গে হার না মানা যুদ্ধ। ছোট-বড়ের দুরুত্বটাকে প্রাধান্য না দিয়ে হাসি-তামাশায় সারাক্ষণই মেতে থাকাই হচ্ছে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাজ।
বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগের গুরু দায়িত্ব ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফির হাতেই। গেল বছরে সাতক্ষীরার কাটার মুস্তাফিজুর রহমান ও ঢাকার ছেলে স্পিড মাস্টার তাসকিন আহমেদের আগমনে এ বিভাগটি আগের চেয়ে শত গুন শক্তিশালী হয়েছে। এমনকি ক্রিকেটবোদ্ধাদের যুক্তিতে বর্তমান বাংলাদেশ ক্রিকেট যে অবস্থানে দাঁড়িয়ে তা স্মরণকালের সর্বশ্রেষ্ঠ অবস্থান।
সম্প্রতি তাসকিন আহমেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে একই ফ্রেমে ধরা পড়লো বাংলাদেশের এই তিন ক্রিকেট তারকাকে। ছবির ক্যাপশনে তাসকিন লেখেন, বসের সঙ্গে ছাত্ররা।
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর